আ’লীগ ক্ষমতা আসায় বক্তাবলীতে উন্নয়ন : শওকত চেয়ারম্যান

লাইভ নারায়ণগঞ্জ : বক্তাবলীর পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৪ মার্চ পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাজির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের তিনবার নির্বাচিত স্বর্ণ পদকপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন।

প্রধান অতিথির বক্তব্য মোঃ শওকত আলী বলেন, বক্তাবলী দূর্গম চরাঞ্চল হওয়ায় পূর্ববর্তী সরকারগুলো এ অঞ্চলের দিকে তেমন একটা নজর দেয়নি। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পূর্বে বক্তাবলী অবহেলিত ছিল। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের মাধ্যমে বক্তাবলীতে উন্নয়নের ছোঁয়া লাগে। বর্তমানেও যা ধারাবাহিকভাবে চলছে।
এম শওকত আলী আরও বলেন, পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা করনীয় তিনি তার সাধ্যেও মধ্যে থাকলে অবশ্যই তা করবেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্ব চর গড়কূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমজাদ হোসেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন ও মনির হোসেন, বিদ্যালয়ের দাতা সদস্য আহছান উল্লাহ মাষ্টার, বিদ্যালয়ের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কুদ্দুস, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মাশফিকুর রহমান শিশিরসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ।