লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারী) বিকেল ৪টায় সরকারি তোলারাম কলেজের মাঠে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সদ্য প্রয়াত জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের কথা থাকলেও কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে সকল আয়োজন স্থগিত করে কেবল দোয়া ও মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ । মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু, ছাত্রলীগ নেতা শুভ রায়, শামীম, অর্পন প্রধান, মেহেদী, ফরহাদ, জীবন, অনিক সহ জেলা ও মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।