স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নজরুল ইসলাম আজাদ। এসময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করায় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ একথা বলেন।
বিবৃতিতে আজাদ জানান, শতপ্রতিকুলতা ও ভীতিকর পরিস্থিতিকে উপেক্ষা করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করায় আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি আড়িইহাজারবাসীর প্রতি ইংরেজী নববর্ষের শুভেচ্ছা, সুন্দর ভবিষৎর কামনা।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকে ২,৩২,৭২২ ভোট পেয়েছেন নজরুল ইসলাম বাবু, বিএনপি সমর্থিত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম আজাদ পান ৫,০১২ ভোট।