আড়াইহাজারে অসহায়দের মাঝে টিনের ঘর ও কম্বল বিতরণে এমপি বাবু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলার দাবুরপুরা এলাকায় রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার উদ্যোগে গরীব ও অসহায়দের মাঝে টিনের ঘর ও কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপর ১২ টায় দাবুরপুরা এলাকার ভুইয়া বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার প্রতিষ্ঠাতা সভাপতি আবু সিদ্দিক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব মোল্লা, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এনামুল হক সিদ্দিকী, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার সাবেক সভাপতি এ্যাডভোকেট শ্যামল চন্দ্র বিশ্বাস, প্রেসিডেন্ট ইলেক্ট এ্যাডভোকেট রাজিব দাস, প্রেসিডেন্ট নমিনী জয় বিজয় শাহা, রোটাঃ দেলোয়ার হোসাইন, রোটাঃ শাহ তৌফিক ইমাম, রোটাঃ আবুল কাশেম ও ব্যবসায়ী বিশ্বজিৎ সাহাসহ স্থানীয় ইউপি মেম্বার এবং গ্যন্যমান্য ব্যক্তিবর্গ।

দাবুরপুরা এলাকায় অনুষ্ঠান শেষে ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ শীতলক্ষ্যার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।