লাইভ নারায়ণগঞ্জ: ২ হাজার ৫৮২ কোটি টাকা ব্যয়ে জাপানি বিনিয়োগকারীদের জন্য আড়াইহাজারে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব প্রকল্প অনুমোদিত হয়।
রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রেস ব্রিফিং করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাত দিয়ে বলেন, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় জাপানিজ ও স্থানীয় বিনিয়োগ আকৃষ্ট করে শিল্পোৎপাদনের মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধি এবং বিপুল সংখ্যক কর্মসংস্থান তৈরি করা সম্ভব। এ লক্ষ্যকে সামনে রেখে এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২ হাজার ৫৮২ কোটি টাকা।