আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে এক সন্তানের জননী কামনা রানী বিশ্বাস(২৫)নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে ২৫মার্চ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ব্রাহ্মনপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, সোমবার সকালে অনিল বিশ্বাসের ছেলে নরেন্দ্র বিশ্বাস এর সাথে তার স্ত্রী কামনা রানী বিশ্বাসের ঝগড়া হয়। স্বামী নরেন্দ্র বিশ্বাস স্ত্রীকে গালমন্দ করে বাড়ি থেকে চলে যায়। দুপুর ২টার দিকে বাড়ির লোকজন কামনা রানী বিশ্বাসের থাকার ঘরে তার লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে ঐ দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরন করেছে।
সম্প্রতি স্বামী নরেন্দ্র বিশ্বাস কাজের সন্ধানে মালয়েশিয়া গিয়ে দালালের প্রতারনার শিকার হয়ে ৮/১০ দিন পূর্বে বাড়িতে ফিরে আসে। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে প্রতিবেশীরা জানান।
নিহত কামনা রানীর বিশ্বাসের স্মৃতি(৪) নামে একটি কন্যা সন্তান রয়েছে।
নিহত কামনা রানী বিশ্বাস গাজিপুর জেলার কালিগঞ্জ এলাকার ফটিক চন্দ্র নম দাসের মেয়ে বলে পুলিশ জানায়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান,লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা হচ্ছে।