স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গণপিটুনিতে ৩ ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে, তাদের ডাকাত সন্দেহ করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ভোর রাত ৫টার দিকে আড়াইহাজারের ইলমদী এলাকায় এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
আড়াইহাজার থানায় অফিরার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকাল ৬টায় স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে গণপিটুনির খবর পেয়ে সাথে সাথেই পুলিশ পাঠানো হয়। তারা গিয়ে দেখতে পান ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেছেন।
নিহতের স্বজনেরা হাসপাতালে এসেছে, নাম ঠিকানা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।