আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে এক ব্যবসায়ির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা,স্বর্ণালংকার সহ ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েগেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,২এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের ছনপাড়া বোন্ধ এলাকায় ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।
জানাগেছে,ঐ রাতে ১০/১২ জনের ডাকাতদল বাড়ির দালানের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নগদ দেড় লক্ষ টাকা,১৫ ভরি স্বর্ণালংকার,২টি মোবাইল সহ মূল্যবান জিনিসসহ ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ঐ সময় বাড়ির লোকজন ডাকচিৎকার করলে ডাকাতদল পালিয়ে যায়।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন ডাকাতির ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে তিনি জানান।
