আড়াইহাজারে নারী শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে শাবনূর নামে এক গার্মেন্টস কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ এপ্রিল) আড়াইহাজার বরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাবনূর স্থানীয় চৈতনকান্দার মাঝিপাড়া এলাকার মৃত মোতালিবের মেয়ে। সে উক্ত এলাকার গ্রামটেক্স নামক একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কাজ করতো।

খবর পেয়ে স্থানীয় গোপালদী ফাঁড়ির পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গেলে নিহত শাবনূরের শোবার ঘরের আড়ার সঙ্গে পড়নের ওড়নায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে লাশটি নারায়ণগঞ্জ ১`শ শয্য বিশিষ্ট হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়।

নিহতের ভাই কাইয়ুম জানান, তার বোন শাবনুর গ্রামটেক্স নামে একটি গার্মেন্টের কর্মী ছিলেন। দুপুরে পরিবারের লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায় অভিমান করে সবার অজান্তে সে নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। পরে তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি সেবা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন শাবনূর। স্থানীয়ার জানান, নিহতের কিছু মানসিক সমস্যাও রয়েছে। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা যাবে। এ বিষয়ে নিহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।