স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সরকারি হাসপাতালের চিকিৎসকদের ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’, অর্থাৎ অফিস সময়ের পর সরকারি হাসপাতালেই ‘প্রাইভেট চেম্বার’ করার বা ব্যক্তিগত রোগী দেখার সুযোগ পাবেন চিকিৎসকরা।
এরই ধারবাহীকতায় বৃহস্পতিবার (৩০ মার্চ) থেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শুরু হয়েছে সরকারি চিকিৎসকদের এই ‘বৈকালিক চেম্বার’।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডাঃ সায়মা আফরোজ। তিনি বলেন, ‘আজ সকালে আমাদের সিভিল সার্জন মহোদয়, ইউএনও মহোদয় ও স্থানীয় চেয়ারম্যানদের নিয়ে উৎসব মুখর পরিবেশে এই ‘বৈকালিক চেম্বার’ এর উদ্বোধন করা হয়েছে।’
প্রথম দিনে ‘বৈকালিক চেম্বার’ এ সাধারণ মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ‘মুলত যে চিন্তা নিয়ে এই ‘বৈকালিক চেম্বার’ পরিক্ষামুলক ভাবে শুরু করা হয়েছে, সেটি অনেকটাই বাস্তবায়িত হচ্ছে। মানুষ আসছে এবং সেবা নিয়ে খুশি হয়ে ফিরে যাচ্ছে। এখন আর আগের মতো সাধারণ মানুষেকে ঢাকা গিয়ে অতিরিক্ত অর্থ খরচ করতে হচ্ছে না। তারা এখানেই অল্প খরচে তাদের সেবাটুকু পাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখানে ২জন অধ্যাপক এবং ২ জন সহকারী অধ্যাপক দুইটি চেম্বার চালাচ্ছে। এই চেম্বারের সংখ্যা যদি আরও বৃদ্ধি পায় তাহলে মানুষ আরও সুবিধা ভোগ করতে পারবে।’
এ বিষরে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান বলেন, প্রথমবারের মতো আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য হাসপাতালগুলোতেও বৈকালিক প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা চালু করা হবে।
জানা গেছে, চিকিৎসকরা বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালগুলোতে চেম্বার করতে পারবেন। এ সময় চিকিৎসকরা রোগীদের ছোটখাটো অস্ত্রোপচার থেকে শুরু করে এক্স-রে সেবাও দিতে পারবেন।’
চেম্বারে অধ্যাপকদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা এবং সহযোগী অধ্যাপকদের জন্য ৩০০ টাকা, সহকারী অধ্যাপকদের জন্য ২০০ টাকা ও জুনিয়র ডাক্তারদের জন্য ১৫০ টাকা। এছাড়া হাসপাতাল কর্মী ও নার্সদের জন্য রোগীদের আরও ৫০-১০০ টাকা দিতে হবে।
মন্ত্রনালয় সুত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিকিৎসকরা সরকারি হাসপাতালে সেবা দেন। তারপর সিনিয়র চিকিৎসকরা হাসপাতালে থাকেন না। এর পরও অনেক মানুষের চিকিৎসা পরামর্শ ও টেস্টের প্রয়োজন হয়। চিকিৎসক না থাকায় অনেক মানুষের কষ্ট হয়, সেই কষ্ট লাঘবের জন্য এই দ্বিতীয় শিফট চালু করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।