আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭(সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরণ বিয়ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমসিএইচ ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেনের সভাপতিত্বে স্বাভাবিক প্রসবসেবা জোরদারকরন বিষয়ে বক্তব্য রাখেন,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক(অতিরিক্ত সচিব) বাবু ব্রজ গোপাল ভৌমিক,এমসিএইচ-সার্ভিসেস এবং লাইন ডাইরেক্টর এমসিআরএএইচ এর পরিচালক ডা. মোহাম্মদ শরীফ,বিশিষ্ট চিকিৎসক ডাঃ সায়মা আফরোজ ইভা,পরিবার পরিকল্পনা অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক মো. বশিরউদ্দিন, এমসিএইচ-সার্ভিসেস এর উপপরিচালক ডা. তৃপ্তি বালা,আড়াইহাজার পৌরসভার মেয়র মো. সুন্দর আলী,গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম সিকদার,হাইজাদী ইউপি চেয়ারম্যান মো. আলী হোসেন ভুইয়া,মাহমুদপুর ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ আমান,খাগকান্দা ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার বেগম ও ডাঃ বিলকিছ পারভীন।
কর্মশালায় জনপ্রতিনিধি,গণমাধ্যমকর্মী,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৩২জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।