আড়াইহাজার করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ৮ ফেব্রুয়ারী শুক্রবার অরুনোদয় হতে আড়াইহাজার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে ৪০ প্রহর (পাঁচ দিন) ব্যাপী হরিনাম সংকীর্ত্তণ শুরু হয়েছে।
আড়াইহাজার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম আয়োজিত ২২তম বার্ষিক হরিনাম সংকীর্ত্তণ উপলক্ষে গত ৩১ জানুয়ারী থেকে ৮ দিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ,৭ ফেব্রুয়ারী সকাল ৮ ঘটিকায় কয়েকশ গীতা পাঠকের সমন্বয়ে গীতা পরায়ন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আড়াইহাজার সনাতন ধর্ম শিক্ষালয়ের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।
আড়াইহাজার কীর্ত্তণ উদ্যাপন পরিষদ ও লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি শ্রী জওহরলাল ঘোষের সভাপতিত্বে ধর্মীয় সভায় বক্তব্য রাখেন,সনাতন ধর্ম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা, আড়াইহাজার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি সাংবাদিক হারাধন চন্দ্র দে, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সহ সভাপতি শ্রী বিশ্বনাথ ভৌমিক, কীর্ত্তন উদযাপন পরিষদের সহ-সভাপতি শ্রী রবীন্দ্র মোহন সেন, উপজেলা সারদা সংঘের সভাপতি শ্রীমতি গৌরী রানী ঘোষ,রামকৃষ্ণ সংঘের সাধারন সম্পাদক শ্রী পরিমল চন্দ্র দাস,কীর্ত্তন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শ্রী প্রদীপ কুমার রায়,কোষাধ্যক্ষ শ্রী খোকন মিত্র,শ্রী শীতল ভৌমিক,বাংলাদেশ ছাত্র-যুব ঐক্যপরিষদ আড়াইহাজার উপজেলার সভাপতি শ্রী সুকান্ত ভৌমিক অটল,উপজেলা গীতা সংঘের সভাপতি শ্রী সজীব সেন,শিক্ষার্থী অর্পিতা রানী রায়,শ্রী তন্ময় চক্রবর্তী,অপূর্ব মিত্র প্রমুখ।
রাত ৮ ঘটিকায় নামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্ত্তণ পরিবেশনা করেন নিউটন দেবনাথ ও তার দল। হরিনাম সংকীর্ত্তণ আগামী ১৩ ফেব্রুয়ারী শুক্রবার ভোরে সমাপ্ত হয়ে ঐ দিন দুপুরে মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরন করা হবে। কীর্ত্তন পরিবেশন করছেন,বঙ্কু বিহারী সম্প্রদায়,দেবীদুর্গা সম্প্রদায়,জগত বন্ধু সম্প্রদায়,ভুবনেশ্বরী সম্প্রদায়,বাসুদেব সম্প্রদায়,সীমা সম্প্রদায়, ও নন্দ গোপাল সম্প্রদায়।