আ.লীগের সকল নির্দেশনা বাস্তবায়ন করবো: আলী হায়দার

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধরণ সম্পাদক আলী হায়দার বলেছেন, আগামী ২৫ জুন আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন। মাননিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বায়ংলাদেশ গৌরব উজ্জল করেছে। এই দিনটাকে আনন্দ উল্লাসে আরও প্রাণবন্ত করাই আমাদের লক্ষ্য।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২২ জুন গনমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় আলী হায়দার এ কথা বলেন।

তিনি বলেন, দলকে আরও শক্তিশালী করতে যে সমস্ত কার্যকলাপ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দেয়া হয়, তা সব গুলোতেই আমরা অংশগ্রহণ করেছি। সব কর্যক্রম বাস্তবায়ন করেছি। পরর্বতিতে যে সমস্ত নির্দেশনা আসবে সেগুলো বাস্তবায়ন করবো।