স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামীলীগ পরিবার ভাঙ্গতে মহানগরন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজামের বিরুদ্ধে জিডি করানো হয়েছে বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী নেতা সাংসদ শামীম ওসমান। তার দাবি, ‘এখানে খন্দকার মোস্তাকরা খেলাচ্ছে’।
শনিবার (৬ এপ্রিল) বিকালে ইসদাইর অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক জরুরী কর্মী একথা বলেন শামীম ওসমান। ‘নারায়ণগঞ্জ আওয়ামী পরিবারকে ধংসের চক্রান্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ লেখা ব্যানারে সভাটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ আওয়ামীলীগের সবচেয়ে ক্লীন ইমেজের নেতা শাহ নিজাম এর বিরুদ্ধে জিডি প্রসঙ্গে আওয়ামীলীগের এ প্রভাবশালী নেতা আরো বলেন, ‘কে বেশি ক্ষতিকর ছিলো? জিয়াউর রহমান না খন্দকার মোস্তাক। এখানে খন্দকার মোস্তাকরা খেলাচ্ছে। মোস্তাকরা ধরা পড়ে গেছে, ধরা পড়ে যাওয়াতে কি করতে হবে? আওয়ামীলীগ পরিবার ভাগ করতে হবে। আওয়ামী পরিবার ভাঙ্গতে কি করতে হবে? শাহ্ নিজামের বিরুদ্ধে জিডি কর। শাহ্ নিজামের নামে জিডি হয়ে গেছে। ওরা ভাবতেছে, আওয়ামীলীগের নেতারা থর থর করে কাঁপতেছে! আমরাতো ভিতু-কাপুরুষ না? আরে ভয় পাবে কে? যে খারাপ লোক সে। আওয়ামীলীগের কর্মীরা চাঁদাবাজ, ধান্দাবাজ না।’
‘শাহ্ নিজামের নামে জিডি হয়ে গেছে, আওয়ামীলীগের নেতারা থর থর করে কাতাছে’
'শাহ্ নিজামের নামে জিডি হয়ে গেছে, ওরা ভাবছে আওয়ামীলীগের নেতারা থর থর করে কাপঁতাছে!'
Geplaatst door Live Narayanganj op Zaterdag 6 april 2019
নেতাকর্মীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ‘এত উত্তেজিত হওয়ার দরকার নাই। মশা মারতে কামান দাগাতে চাই না। এটা কোন ব্যাপার না। আমাদের নেতাকর্মীরে যদি কেউ খেলাইতে চান। তাহলে অন্তত নারায়ণগঞ্জে খেলাইয়েন না। সমতা চাই না, আমরা ৫ লাখ লোকের সমাবেশ কইড়া পুরা নারায়ণগঞ্জ বন্ধ কইড়া দিমু। ’
আওয়ামীলীগ নেতা সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু চন্দন শীল, সাধারণ সম্পাদক খোকন সাহা, ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক সাখাওয়াত আলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদ, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানসহ নেতাকর্মীরা।