ইউনিয়নের উন্নয়ন সহায়তা খাতে না.গঞ্জে ৩ কোটি ২০ লাখ বরাদ্দ

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ৩৯ ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা খাতে বরাদ্দ ৩ কোটি ২০ লাখ টাকা দিয়েছে সরকার।

এই বরাদ্দ গ্রামীণ উন্নয়নে ব্যয় করতে পারবে ইউনিয়ন পরিষদ গুলো।

চলতি মাসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই বরাদ্দ দিয়েছে।

এর মধ্যে নারায়ণগগঞ্জ সদর উপজেলার ইউনিয়নে বরাদ্দ পেয়েছে ১ কোটি ১১ লাখ ১১ হাজার টাকা, রূপগঞ্জ উপজেলার ইউনিয়ন গুলো বরাদ্দ পেয়েছে ৫৮ লাখ ৩৯ হাজার, বন্দর উপজেলার ইউনিয়ন গুলোতে ২২ লাখ ১৩ হাজার, সোনারগাঁ উপজেলার ইউনিয়ন গুলোতে ৬৭ লাখ ৪৬ হাজার টাকা ও আড়াইহাজার উপজেলার ইউনিয়ন গুলোতে ৬০ লাখ ৯৩ হাজার টাকা।

ইউনিয়ন গুলোর বরাদ্দ লাইভ নারায়ণগঞ্জের পাঠকদের জন্য তুলে ধরা হলো-