বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ইজিবাইক (অটোরিক্সা) উল্টে জিসান নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় বন্দর থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করেছে নিহতের বাবা।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে মদনগঞ্জ টু মদনপুর সড়কের বন্দরের দাঁশেরগাও পাম্প হাউজের সামনে এ র্দূঘটনাটি ঘটে।
নিহত জিসান বন্দর ঝাউতলা এলাকার চাঁন শরিফ মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ফুফাত ভাই অটো চালক শাওনের সাথে অটো ইজিবাইক যোগে দাঁশেরগাও এলাকায় আসে মামাত ভাই জিসান। পরে অটো ইজিবাইকটি দাঁশেরগাও এলাকা থেকে ঘুরাতে গিয়ে উল্টে খাদে পরে যায়। এত ঘটনাস্থলেই জিসান নিহত হয়। র্দূঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে নিহত জিসানের পিতা চাঁন শরিফ মিয়া গনমাধ্যমকে জানায়, আমাদের কোন অভিযোগ নেই। আমি বিনা ময়না তদন্তে লাশ দাফনের জন্য জেলা প্রশাসকের কাছ আবেদন করেছি। আশা করি জেলা প্রশাসক আমার আবেদনটি আমলে নিবে।