ইসলামিক এডুকেয়ার একাডেমির উদ্যোগে চিত্রঙ্কন প্রতিযোগিতা

লাইভ নারায়ণগঞ্জ : আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামিক এডুকেয়ার একাডেমির উদ্যোগে চিত্রঙ্কন প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছ।

বৃহস্পতির (২১শে ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়াস্থ ইসলামিক এডুকেয়ার একাডেমি মিলানায়তনে এ পুরস্কার বিতরন করা হয়।

ইসলামিক এডুকেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ পাটওয়ারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি’র ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। ইসলামি জ্ঞান অর্জন করতে হবে। মানুষের মত মানুষ হয়ে দেশ সেবা করতে হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সমাজসেবক জাহাঙ্গির আলম, প্রফেসর মোঃ আব্দুল আলী ফারুকী, হাজী আব্দুস সামাদ ও মাওলানা ইমাম হোসাইন সিদ্দিকী প্রমূখ।

অনুষ্ঠান শেষে দুই গুনীজন কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। এরা হলেন প্রফেসর মোঃ আব্দুল আলী ফারুকী ও হাজী আব্দুস সামাদ