ঈদে পশুর হাটে হাসিল আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিট

লাইভ নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল আজহা’য় পশু কেনাবেচাকালে হাসিল আদায়ের নামে হাট ইজারাদারদের অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে কোরবানীর ইদের সময় পশু কেনাবেচাকালে ট্যাক্স বা হাসিল বা অন্য যে কোনো ধরনের টাকা আদায় বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি)।

বুধবার (২৪ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটকারী আইনজীবী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, আইন লঙ্ঘন করে সরকার স্থানীয় লোকজনকে সামান্য কিছু অর্থের বিনিময়ে হাট-বাজার ইজারা দেয়। একটি সিন্ডিকেট গ্রুপ নামমাত্র মূল্যে এসব হাট-বাজারের ইজারা নেন।

তিনি বলেন, সারাদেশে সব হাট- বাজারে বিশেষ করে কোরবানির ঈদের সময় পশুর হাটে হাসিল আদায় করার কারণে পশুর দাম কয়েকগুণ বেড়ে যায়। এ ছাড়া মাংসের দাম বৃদ্ধির অন্যতম কারণ এই হাসিল আদায়। হাসিল আদায় বন্ধ হলে পশুর দাম কমে যাবে এবং মানুষ কম দামে মাংস কিনতে পারবে।

এসব কারণে কোরবানির ঈদের সময় পশুর হাটে হাসিল আদায় বন্ধের নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট দায়ের করেছেন বলে জানান রিটকারী আইনজীবী।

আগামী ২৮ মে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হতে পারে বলেও জানান তিনি।