উপজলো নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী থাকবে না : ওবায়দুল কাদের

লাইভ নারায়ণগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি দেশে বিদেশে চিঠি দিয়েও চরমভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দলের স্বাভাবিক অস্থিত্ব থাকে না। বিএনপির উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিএনপি একদিকে বিদেশী বন্ধু হারিয়েছে। অন্যদিকে আস্থা হারিয়েছে দেশের মানুষের।

আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহন প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচনে অংশ নেবে কিনা সেটা তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচনে বিএনপি অংশ না নিলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের কারনে দলের মধ্যে বিরূপ প্রভাব পড়বে কিনা সে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ১৭ জন বিদ্রোহী প্রার্থীর মধ্যে শেষ পর্যন্ত দুইজন ছিল। একটি বড় দলের জন্য এটা কিছুই না। উপজেলা নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী থাকবে না।

মন্ত্রী জানান, কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মান কাজ প্রায় শতভাগ সম্পন্ন হয়েছে। এছাড়া মেঘনা ও গোমতী সেতুর ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ মাসের যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন। অপর দুইটি সেতু আগামী জুন জুলাই মাসে উদ্বোধনের সম্ভাবনার কথাও জানান সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments