বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘বন্দরের অবকাঠামো উন্নয়নে ৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। আমরা দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে এক আছি এবং এক হয়েই থাকবো। বন্দরের দৃশ্যমান উন্নয়ন করতে হলে আপনারা জনপ্রতিনিধিরা গুরুত্ব সহকারে এই ৩০ কোটি টাকার গুরত্ব সহকারে সঠিক বাস্তবায়ন করবেন। এ ছাড়াও টি আর কাবিখার বরাদ্দ আসছে। ’
সোমবার (১১ ফেব্রুয়ারি) বন্দরে এক মাসিক আইন শৃঙ্খলার সভায় এসব কথা বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ.কে.এম সেলিম ওসমান। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী।
সভায় সেলিম ওসমান বলেন বলেন, সামনে উপজেলা নির্বাচন। যারাই নির্বাচন করতে চান ব্যানার, পোষ্টার না ছাপিয়ে নিচের মনোভাব ঠিক করেন এবং মনোনয়ন জমা দেন আমরা নিজেরা বসে চিন্তা করবো। ষ্টাফ না থাকায় বন্দরের ফেরীটি চলছেনা । আমি সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন মহলে কথা বলেছি আপাতত ফেরী সার্ভিসটি সাময়িকভাবে বন্ধ হচ্ছে। পানি সমস্যা বন্দরের বড় সমস্যা। ২৬৭টি ডিপ টিউবওয়েল বরাদ্দ আছে। এগুলো যথাযথভাবে বসানো গেলে পানির সমস্যা কমে আসবে। বক্তব্য শেষে বন্দর থানায় নব নিযুক্ত ওসি রফিকুল ইসলামের প্রশংসা করে আইন শৃঙ্খলা রক্ষায় তাকে সকলে সহযোগীতার আহ্বান জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, জেলা জাতীয় পার্টির সভাপতি আবুল জাহের, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ,সহকারী কমিশনার (ভূমি) রোমানা আক্তার, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম,বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান এড.মালা, বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি মো: কবির হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী, মদনপুর ইউটি চেয়ারম্যান এম এ সালাম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ, ধামগর ইউপি চেয়ারম্যান মাসুম, মুসাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আশরাফুল আলমসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
