উপজেলা নির্বাচন নিয়ে পাল্ট সংবাদ সম্মেলন ‘পরাজয় বুঝতে পেরে মিথ্যা অপপ্রচার’

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নিশ্চিত পরাজয় বুঝতে পেরে মিথ্যা অপপ্রচার করে, বানোয়াট তথ্য দিচ্ছে প্রতিদ্বন্দি প্রার্থীরা। রূপগঞ্জ উপজেলা নির্বাচনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) কোন হস্তক্ষেপ নেই।

রোববার (২৪ মার্চ) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে এ দাবি করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহ্জাহান ভূইয়া।

এর আগে গত শনিবার সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর হস্তক্ষেপ করার অভিযোগ এনে প্রতিদ্বন্দি আওয়ামীলীগের ৬ প্রার্থী নির্বাচনী প্রচরণা ও গণসংযোগে বাধা প্রদানসহ কর্মীদের মারধর করার অভিযোগ তুলেন।

এদিকে রোববার সংবাদ সম্মেলনে নৌকা প্রার্থী মো. শাহ্জাহান ভূইয়া বলেন, ২০০৯ সালে নির্বাচনী প্রতীক ছিল না। সে সময় আনারস মার্কায় আমি নির্বাচন করেছিলাম। তখন প্রতিদ্বন্দি প্রার্থী ছিলেন বিএনপির নুরুজ্জামান খান। পরে ওনি ওনার মনোনয়ন প্রত্যাহার করে নিলে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হই। পরে ২০১৪ সালে আবার আমি প্রার্থী হই। সেবারও আমি আনারস মার্কায় প্রতিদ্বন্দিতা করি। ওই নির্বাচনেও বিএনপির প্রার্থীকে সোয়া লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হই। এবার আমি দলীয় প্রতীকে প্রার্থী হয়েছি। গতকাল আমার প্রতিদ্বন্দি তাবিবুল কাদির তমাল যে অভিযোগ করেছেন তা মিথ্যা ও বানোয়াট। উপজেলা নির্বাচনে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাহেব কোন হস্তক্ষেপ করছেন না। নিশ্চিত পরাজয় বুঝতে পেরে মিথ্যা অপপ্রচার করে, বানোয়াট তথ্য দিচ্ছে তারা।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সোহেল আহমেদ ভূইয়া (চশমা), এমএ আলিম সরকার (বই), মোতাহার হোসেন নাদিম (টিউবয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোসা. ফেরদৌসী আক্তার নীলা (হাঁস)।