উপজেলা নির্বাচন ব্যালট বাক্স যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে

লাইভ নারায়ণগঞ্জ : রোববার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে গোটা রূপগঞ্জের কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্সসহ আনুসাঙ্গিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। মাঠে রয়েছে ম্যাজিষ্ট্রেট, ব্যাপক র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দরভাবে করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১২৭টি। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত পরিমান আনসার, পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। দু’একটি কেন্দ্র ঝুকিপূর্ণ আছে বলে জানান তিনি।
উপজেলা সহকারী রিটানিং অফিসার মাহাবুব রহমান বলেন, উপজেলায় মোট ১২৭টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের সবধরনের প্রস্তুতি সর্ম্পন করা হয়েছে।