উপজেলা নির্বাচন: ৩১ মার্চ সোনারগাঁ আড়াইহাজার ও রূপগঞ্জ, ১২ মে বন্দর

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন ৪র্থ ও ৫ম ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হবে চতুর্থ ধাপের নির্বাচন ও ১২ মে পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে।
ইসি সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, খসড়া তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের তফসিল হবে ২০ ফেব্রুয়ারি। এতে মনোনয়নপত্র দাখিল ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ ও ভোটগ্রহণ ৩১ মার্চ। সর্বশেষ পঞ্চম ধাপের তফসিল হবে ১২ মে। এতে মনোনয়নপত্র দাখিল ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ মে ও ভোটগ্রহণ ১৮ জুন নির্ধারণ করা হয়েছে।

চতুর্থ ধাপের নির্বাচনে সোনারগাঁ, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য উপজেলার তালিকায় রয়েছে বন্দরের নাম।