স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: তৃণমূলের দুর্বল সাংগঠনিক অবস্থা ও কেন্দ্র থেকে কোনো খোঁজ না নেওয়ার কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উৎসাহ বা আগ্রহ কোনোটাই নেই নারায়ণগঞ্জ জাতীয় পার্টির মাঝে। এ দুটি কারণে নির্বাচনে অংশ নিতে চাইছেন না তারা। তবে ভিন্ন কথা বলছে জেলার নেতারা। জেলার নেতাদের দাবি, তৃণমূল দলের সিদ্ধান্তের আশায় বসে আছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় মহাজোটের বাইরে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির উন্মুক্ত ২ প্রার্থীর অভিযোগ কেন্দ্র থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি। প্রার্থীরা খোঁজ করেও কাউকে পাননি বলে অভিযোগ উঠেছিলো। তবে জাতীয় নির্বাচনে মহাজোটের প্রার্থীরা সহজেই বিজয়ী হয়েছে। তৃণমূলের প্রার্থীদের আশঙ্কা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের যে প্রার্থীই নৌকা প্রতীক নিয়ে মাঠে থাকবেন তারাই জয় ছিনিয়ে নেবে।
এবিষয় নিয়ে জাতীয় পার্টির নেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মো. ছালাহউদ্দিন খোকা বলেন, ‘দলের সাংগঠনিক অবস্থা খারাপ, তবে ব্যক্তি হিসেবে জাতীয় পার্টিতে এমন কিছু প্রার্থী রয়েছে, যারা আওয়ামীলীগ ও বিএনপির থেকে কোন অংশে কম নয়। যদি নিরপক্ষ নির্বাচন হয় ও দল নীতি নির্ধারকরা সিদ্ধান্তে স্থীর থাকে, তাহলে জয় আসবে।’
জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই অনেকটা ঝিমিয়ে পড়েছে জাতীয় পার্টির তৃণমূলের কার্যক্রম। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় দু’একটি দোয়া ও মিলাদ মাহফিলেই সীমাবদ্ধ দলটির কার্যক্রম। তা ছাড়া উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবু জাহের বলেন, ‘উপজেলা নির্বাচন নিয়ে কেন্দ্র থেকে কোন নির্দেশনা এখন আসেনি। তবে তৃণমূলে প্রস্তুতি রয়েছে। হাতে যেহেতু সময় রয়েছে, আমরা বসবো। তারপরে দেখি কি করা যায়।’
আকরাম আলী শাহিন বলেন, ‘কেন্দ্র থেকে এখন পর্যন্ত কোন নির্দেশনা না আসলেও নেতাকর্মীরা দলের সিদ্ধান্তের আশায় বসে আছে। দেখি সরকার কি প্রদক্ষেপ নেই। সেই অনুযায়ী, আমরা বসে সিদ্ধান্ত নিবো, যাতে একাধিক প্রার্থী না হয়।’