উপজেলা পরিষদ নির্বাচন: চূড়ান্ত তালিকায় না.গঞ্জের ৩ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নারায়ণগঞ্জের ৩ উপজেলায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।

এতে চেয়ারম্যান পদে সোনারগাঁওয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোশারফ হোসেন, আড়াইহাজারে মুজাহিদুর রহমান হেলো সরকার এবং রূপগঞ্জে বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান ভুঁইয়া।

দলটির দফতর সম্পাদক ও সংসদ সদস্য ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments