এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৫৫

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় নারায়ণগঞ্জে অনুপস্থিত ছিলেন ১৫৫ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (২এপ্রিল) সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জের ২৭টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় ৩টি বোর্ডের অধীনে ২৩ হাজার ৯‘শ ১৮ জন পরীক্ষার্থী
অংশ নিয়েছে।

ঢাকা বোর্ডে ২ এপ্রিল ছিলো বাংলা দ্বিতীয় পত্র , মাদ্রাসা বোর্ডে ছিলো হাসিদ পরীক্ষা।

জেলা প্রশাসকের শিক্ষা শাখা থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষায় ১৮০২১ জন শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ১৭৮৬৭ জন। অনুপস্থিত ছিলেন ১৫৪ জন। মাদ্রাসা বোর্ডে ৮৭৬ জন শিক্ষার্থীদের মধ্যে ৮৭৫ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ১ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে কোন পরীক্ষা ছিলো না।