লাইভ নারায়ণগঞ্জ: সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও আজ একযোগে শুরু হচ্ছে এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও ব্যবসায় ব্যবস্থাপনা ও ভোকেশনাল পরীক্ষা। এক-অভিন্ন সময় ও নিয়ম নীতিতে সকাল ১০ টায় এ পরীক্ষা শুরু হবে। নারায়ণগঞ্জে এবার এইচ এসসি ও সমমানের ২৯ কেন্দ্রে অংশ নিচ্ছে ২২ হাজার ৬শ’ ৭৫ জন পরীক্ষার্থী।
এ বছর নারায়ণগঞ্জে জেলার ৫ উপজেলায় এইচএসসি, আলিম, বিএম ওএইচ এস সি ভোকেশনা পরীক্ষা ২ ডিসেম্বর সকাল ১০ টায় শুরু হয়েছে, যা ৩০ ডিসেম্বর শেষ হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম মাহফুজুর রহমান জানান, জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ২২হাজার ৬শ’ ৭৫ জন এবং কেন্দ্র ২৯টি। এর মধ্যে এইচএসসি পরিক্ষার্থী ২০হাজার ৪শ’ ৫৩জন এবং কেন্দ্র ১৯টি, মাদ্রাসা বোডের্র আলিম পরীক্ষার্থীর সংখ্যা ১২শ’৭২ এবং কেন্দ্র ৬ টি্ । ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ৯শ’ ৫০জন ও কেন্দ্র ৪টি।
তিনি জানান, পরীক্ষা সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্যে জেলা প্রশাসন কর্তৃক অনেকগুলো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসনের শিক্ষা শাখা কর্তৃক সরকারি নির্দেশিকা পাঠ করে উপস্থিত সকলকে অবহিত করা হয়। নকলমুক্ত ও শান্তিপ্রিয় পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। পরীক্ষার হলে সকল ধরনের অসাধু উপায় বর্জনের জন্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি রয়েছে।
এদিকে, শিক্ষামন্ত্রণালয় সূত্র জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিকভাবে সারাদেশের এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা তদারকি করা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল ফোন নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খোলা যাবে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইলফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।