একই পরিবারের ৫ জন নিখোঁজ: নেপথ্যে নিপা বেগমের পরকীয়া

 

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এক পরিবারের ৫ জন নিখোঁজ হওয়ার নেপথ্যে নিপা বেগমের পরকীয়াকে দায়ি করছে পুলিশ। এ ঘটনায় নিপা বেগম ও তার পরকীয়া প্রেমিক সুমনকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।


বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং’এ কথা জানান জেলা পুলিশ ।

এঘটনায় জিডির বাদি গার্মেন্ট কর্মকর্তা জামাল সরদারের মেয়ে আশামনি (১১) কে বি-বাড়িয়া জেলার ল্যাবরেটরী আবাসিক স্কুল থেকে, ছোট মেয়ে প্রিয়া মনি (৪) এবং ভাইরার মেয়ে সোমাইয়া (১৫)কে কেরানীগঞ্জের একটি এলাকা থেকে ও শ্যালকের ছেলে আজিম (৭)কে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার নুরানী মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাসারী মাদানীনগর নুরবাগ এলাকা থেকে এক পরিবারের ৫ জন নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়রী করেন গার্মেন্টস কর্মকর্তা জামাল সরদার।

ঘটনার বিবরণে জানা গেছে, জামাল সরদার গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় প্রোডাকাশন ম্যানেজার হিসেবে চাকরি করেন। প্রতি সপ্তাহের মতো জামাল সরদার গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর কর্মস্থল থেকে সিদ্ধিরগঞ্জে বাসায় আসেন। শনিবার (৯ ফেব্রুয়ারি) ভোরে তিনি কর্মস্থলে চলে যান। যাওয়ার সময় স্ত্রীর হাতে বেতনের ৭০ হাজার টাকা দিয়ে যান। কিন্তু রোববার রাত পৌনে ১০টা থেকে স্ত্রী নিপা বেগমের মোবাইল ফোন বন্ধ পান জামাল।

সোমবার সকালে জামাল তার ছোট ভাই খলিলকে ফোন করে বাসায় পাঠান। খলিল বাসায় গিয়ে দেখেন বাসার দরজায় তালা ঝুলানো। এ খবর পেয়ে জামাল সরদার বাসায় ফিরে আত্মীয় স্বজনদের বাসায় খোঁজ নিয়ে তাদের কোনো সন্ধান পাননি। জামাল সরদার বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ায় তার শ্বশুরবাড়িতে জানালে তারা রহস্যজনক আচরণ করেন এবং জামালকে পুলিশ দিয়ে হয়রানির হুমকি দেন বলে অভিযোগ করেন জামাল সরদার।

 

এরপর জামাল সরদার সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সুপার হারুন অর রশিদের নির্দেশে নিখোঁজ ৫ জনের মধ্যে ৪ জনকে উদ্ধা করে পুলিশ। এঘটনায় এখন নিপা বেগম ও তার পরকীয়া প্রেমিক পলাতক রয়েছে। এসআই শামীম তদন্ত করছেন।