লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে একতা খেলাঘর আসর। রোববার (২৪ মার্চ) দুপুরে শহরের আমলাপাড়া আই.ই.টি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। একতা খেলাঘর আসরের সভাপতি রেখা গুণ এর সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক ফারুক মোহসীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুদেরকে আলোকিত মনের মানুষ হতে হবে।বাংলাদেশ এই মন্ত্রেই দীক্ষিত। শিশুদের মাঝে জ্ঞান-বিজ্ঞানের চর্চা সুন্দর ভাবে করতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা শাহানা নারগিস বলেন, ‘স্বাধীনতা দিবস প্রতিটি জাতির জন্যই আনন্দ ও গৌরবের দিন। ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। এটি আমাদের দেশের জাতীয় দিবসও বটে। স্বাধীনতা দিবস জাতীয় জীবনে গৌরব ও তাতপর্যময় দিন। এই দিনটি জাতির জীবনের ঐতিহাসিক অগ্রগতি ও বিকাশের প্রতিক।’
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা ঝর্ণা রানী পাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ২৬ মার্চ হচ্ছে গভীর আত্মত্যাগ ও অবিশ্বাস্য সাহস এবং বিরত্বের একটি বিশাল অর্জনের ইতিহাস। ইতিহাস কেউ বানাতে, তৈরি করতে বা সৃষ্টি করতে পারে না। এটা মানুষের মৌলিক চাহিদা থেকে সৃষ্টি হয়।’
সভাপতির বক্তব্যে রেখা গুণ বলেন, ‘২৬ মার্চ বাঙালি জাতির জন্য একটি গৌরব গাঁথা দিন। এই দিনটি আমাদের ইতিহাসের সাক্ষী। কারণ এই দিনটি ছিল বলেই আমরা একটি স্বাধীন ভূখন্ড, একটি জাতীয় পতাকা, একটি মানচিত্র এবং সার্বভৌমত্ব সোনার বাংলাদেশ পেয়েছি।’
সংগঠনের সাধারণ সম্পাদক অনিক সাহার সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিশু একাডেমী’র শিশু বিষয়ক কর্মকর্তা মনোয়ারা সুরুজ, একতা খেলাঘরের সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সুমিত রায়, সদস্য নাসরিন জাহান শিখা, দীপ্ত, ঔঁম, অয়ন্ত, রাজলক্ষী প্রমূখ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।