একুশের চেতনায় খালেদা জিয়াকে মুক্ত করবো: মামুন মাহমুদ

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ‘লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরেয়ে আনতে হবে। আমাদের সুষ্ঠ সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্র ফিরে আনতে হবে। বাংলার স্বাধীন চেতনা, গণতন্ত্র ধরে রাখতে পারলেই বাংলাদেশের স্বাধীনতা ফিরে আসবে। একুশের চেতনায় আমরা উদ্বুদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশা-আল্লাহ।’

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯ টায় নগরীর চাষাঢ়া শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার পর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এ কথা বলেন। এর আগে ভাষা শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানায় জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

এসময় অধ্যাপক মামুন মাহমুদসহ উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস, মনিরুল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেলসহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ।
মূর্তি ভাংচুর মামলার ৪ আসামী রিমাণ্ড শেষে আদালতে