স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: খন্ড খন্ড মিছিল নিয়ে আসছে এক এক করে নেতারা। সমাবেশ প্রাঙ্গণ পূরণ হয়েছে আংশিক। চলছে যার যার অবস্থান থেকে প্রিয় নেতাকে নিজেদের সর্বোচ্চ দেখানোর চেষ্টা।
কিন্তু এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। সকলের সব প্রচেষ্টা পিছনে ফেলে, একাই প্রায় ৫০ হাজার কর্মী নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন মাহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম।
শনিবার (২মার্চ) দুপুর আড়াইটায় নগরীর বঙ্গবন্ধু সড়কে এ চিত্র দেখা যায়। প্রিয় নেতা শামীম ওসমানের ডাকে নানা রঙের টুপি, টিশার্ট আর ফেস্টুন ব্যানার পড়িয়ে চমকে দিয়েছেন সবাইকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এদের প্রত্যেকে বিভিন্ন ব্যানার, প্লেকার্ড, ফেস্টুন, দলীয় শ্লোগান লেখা টি-শার্ট গায়ে পড়ে মাথায় সাদা, লাল, হলুদ, সবুজ রংয়ের টুপি পরে শাহ্ নিজামের নেতৃত্বে মিছিলে অংশ গ্রহণ করছেন।
শামীম ওসমানের ডাকা জনসভাকে কেন্দ্র করে শাহ্ নিজামের নেতৃত্বে আসা নেতাকর্মীদের জন্য মিছিলের নগরী হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। এ সময় “শামীম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি” নেতাকর্মীদের প্রান উল্লাস শ্লোগানে পুরো শহর প্রকম্পিত হতে থাকে। এই জনসভাকে কেন্দ্র করে পুরো শহরময় নেতাকর্মীদের পদচারনায় পরিবহন শূণ্য হয়ে পড়ে। সর্বত্র শ্লোগানে শ্লোগানে মূখরিত হয় শহর।
মিছিলটিতে ফতুল্লা, কুতুবপুর, এনায়েত নগর, দেলপাড়া, নন্দলাপুর, তল্লা, সস্তাপুর, কাঠেরপুল, ভূইঘর, লালখা, রামারবাগ, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি, মিজমিজিসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা অংশ নেয়।