এখানে লড়তে হবে, লড়াই করে জিততে হবে: শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: আজকের দিনটা শেষ দিন, আজকের রাত আপনার আমার জীবনের শেষ রাত হতে পারে, আগামীকাল সকালে না উঠতে পারেন। এখান থেকে যাওয়ার পর নিঃশ্বাস নাও নিতে পারি, আমরা যদি এইভাবে প্রতিনিয়ত চিন্তা করি, তাহলে দেখা যাবে আমাদের ধারা কোন মন্দ কাজ হবে না। তাই সবাই মিলে ভাল কাজ করি।

বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ৯টায় শহরের নবাব সলিমউল্লাহ রোড সংলগ্ন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত এক আলোচনা সবায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান। শ্রী রাম কৃষ্ণদেবের ১৮৪তম জন্মতিথি উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

শামীম ওসমান বলেন, সব ধর্মে সততার কথা বলা হয়েছে। অথচ, ধর্ম নিয়ে এখন অনেকে ভন্ডামী শুরু করছে। বর্তমানে সব জায়গায় ভন্ডরা সামনে এসে পরেছে। তাই এই ভন্ডদের কাছ থেকে সতর্ক থাকতে হবে। বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে সবার আগে শিক্ষা দিতে হবে, আমি মানুষ। কে কোন ধর্মের সেটা কোন বিষয় না। কে হিন্দু আর কে মুসলমান, সেজে দিকে না তাকিয়ে সতত্যার সাথে জীবন পরিচালনা করতে হবেভ

এসময় শামীম ওসমান বলেন, আপনি যদি মনে করেন আপনি মেয়ে মানুষ, তাহলে আপনি সমাজে অত্যাচারিত হবেন। আমরা মানুষ, মানুষের জন্য কাজ করতে এসেছি, যে যার ধর্ম পালন করবে, সে অনুযায়ী রেজাল্ট পাবে। এই শিক্ষাই যদি বাচ্চাদের শিক্ষিত করতে পারেন তাহলে দেশ এগিয়ে যাবে। সারা পৃথিবীর এখন একটা নাট্যমঞ্চ হয়ে গেছে, এই নাট্য মঞ্চে একেক জন, একেক ভাবে অভিনয় করে। এখানে লড়তে হবে, লড়াই করে জিততে হবে।