এবার কৃমি নাশক ট্যাবলেট খাবে না.গঞ্জের ৭ লাখ ৯১ হাজার শিশু’

লাইভ নারায়ণগঞ্জ: জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন শনিবার (৬ এপ্রিল) ফতুল্লার কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ( ভারপ্রাপ্ত) ডা. মোঃ আসাদুজ্জামান।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্যশিক্ষা সিনিয়র কর্মকর্তা আমিনুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা, পলাশ কুমার, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুরাইয়া ইসলাম, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক স্বপন দেবনাথ, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ জাফরুল্লাহ, সেনেটারী ইন্সপেক্টর মোঃ শাহজাহান হাওলাদার ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা প্রমূখ।

জেলার ৬ শ’ ৪৯ বিদ্যালয়ের মাধ্যমে মোট ৭ লাখ ৯১ হাজার ৫ বছর থেকে ১৫ বছর বয়সের শিশুকে এই কৃমি নাশক ট্যাবলেট খায়ানো হবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্যশিক্ষা সিনিয়র কর্মকর্তা আমিনুল হক।