এবার না.গঞ্জ থেকে বসেছে ২৪ হাজার শিক্ষার্থী, প্রথমদিনে অনুপস্থিত ১৭৪

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জেও সোমবার থেকে শুরু হলো উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। তিনটি বোর্ড মিলিয়ে এবার জেলাটি থেকে ২৩ হাজার ৯‘শ ১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে।

সকাল ১০টা থেকে নারায়ণগঞ্জের ২৭টি কেন্দ্রে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, বাংলা (আবশ্যিক) প্রথম পত্র (ডিআইবিএস) এবং আলিমে কুরআন মাজিদ পরীক্ষা শুরু হয়েছে। এরমধ্যে এইচএসসির সাধারণ বোর্ডের অধীনে ১৮ হাজার ২৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮‘শ ৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি বিএম-এ এক ৪‘শ ৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এসএসসির মত এইচএসসিতেও ছিলো বাড়তি কড়াকড়ি। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের আসন গ্রহণ, কোনো পরীক্ষার্থী কেন্দ্রে আসতে দেরি হলে তার নাম, রোল নম্বর ও দেরি হওয়ার কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট বোর্ডকে জানানো, কেন্দ্রের ২০০ গজের মধ্যে বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, এবারও পরীক্ষা শুরুর মাত্র ২৫ মিনিট আগে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে, তা নির্ধারণ করে জানানোর ব্যবস্থা ছিলো অন্যতম।

পরীক্ষা শুরুর পরপরই জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাদের নিয়ে প্রশাসক রাব্বি মিয়া তোলারাম কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে রাব্বি মিয়া বলেন, প্রতিবারের ন্যায় আমরা এবারও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। ছাত্র ছাত্রীদের যে ধরনের সুযোগ-সুবিধা দেয়ার কথা আমরা তার সকল ব্যবস্থা করেছি। আমরা ট্রাফিক পুলিশ থেকে শুরু করে শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গার দিকে নজর দিয়েছি। পরীক্ষার হলে ছাত্র-ছাত্রীদের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আমরা নারায়ণগঞ্জবাসি অত্যন্ত ভাগ্যবান। এখানে কখনো প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি এবং ঘটবে না। আমাদের প্রশাসন এবিষয়ে সতর্ক আছে।

এদিকে পরীক্ষা শেষে জেলা প্রশাসকের শিক্ষা শাখা কর্মকর্তা মো. হানিফ’র প্রেরিত এক বার্তার মাধ্যমে জানা যায়, এইচএসসিতে ঢাকা বোর্ডের অধিনে প্রথম দিনের পরীক্ষায় ১৮ হাজার ২৯ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৮‘শ ৭৫ জন। মাদ্রাসা বোর্ডের ৮‘শ ৯১ জনের মধ্যে ৮‘শ ৭৬ জন উপস্থিত ছিলেন। এছাড়া কারিকগি বোর্ডে ৪‘শ ৪৮ জনের মধ্যে ৪‘শ ৪৩ জন উপস্থিত ছিলেন।