এমপি-চেয়ারম্যানের মধ্যস্ততায় বিদ্যুৎ পেলো শতাধিক পরিবার, কাউন্সিলরের কৃতজ্ঞতা

লাইভ নারায়ণগঞ্জ: ১৫ দিনেরও বেশি সময় নারায়ণগঞ্জের একটি কোলনীর শতাধিক পরিবার বিদ্যুৎহীন ছিল।

বকেয়া বিল পরিশোধ না করার কারণে ওই পরিবারগুলোর বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়ে ছিল ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। এজন্য ওই এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

অবশেষে জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল ও সংসদ সদস্য শামীম ওসমানের মধ্যস্ততায় এলাকাটি বিদ্যুতের সংযোগ ফিরিয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নং ওয়ার্ডের ইব্রাহীম টেক্সটাইল মেইল কোলনীতে এই দুর্ভোগ সৃষ্টি হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল ও সংসদ সদস্য শামীম ওসমানের এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় কাউন্সিলর ইফতেখার আলম খোকন জানান, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় ইব্রাহীম টেক্সটাইল মেইল কোলনীর সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডিপিডিসি। ফলে এলাকাটির শতাধিক পরিবার বিদ্যুৎহীন জীবন যাপন করছিলেন। তারা আমার কাছে আসলে আমি জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল ও সংসদ সদস্য শামীম ওসমানের সাথে যোগাযোগ করি। পরে তাদের মধ্যস্ততায় আমার জিম্মায় বিদ্যুৎ বিল পরিশোধের শর্তে পরিবার গুলোকে বুধবার বিদ্যুৎ সংযোগ পুনরায় ফিরিয়ে দেওয়া হয়। এ জন্য আমি তাদের উভয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।