এমবি নিট ফ্যাশনে পিসি নির্বাচনে জয়ী হলেন যারা..

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে এমবি নিট ফ্যাশন কারখানায় অংশগ্রহণকারী কমিটির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) কমিটির নির্বাচনে ভোট গ্রহণ শেষে ভোট গণনার কার্যক্রম পেরিয়ে আটজন বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

কমিটিতে আটটি আসন রয়েছে। যার মধ্যে ১নং আসনে রুহুল আমিন ২০ ভোটে বিজয়ী, ২নং আসনে মোছা. হাসিনা খাতুন ১৬ ভোটে বিজয়ী, ৩নং আসনে মো. মোস্তাকিম ৮৭ ভোটে বিজয়ী হয়েছেন।

কমিটির ৪নং আসনে মোছা. লাইলি বেগম ১৪১ ভোটে বিজয়ী, ৫নং আসনে মো. রেজাউল করিম ৬০ ভোটে বিজয়ী, ৬নং আসনে সুমি রানি ৩২ ভোটে বিজয়ী, ৭নং আসনে (সুইং-৬) মো. সেলিম মিয়া ১৩২ ভোটে বিজয়ী, ৭নং আসনে (সুইং- ৬ষ্ঠ) রিনা আক্তার ১২৫ ভোটে বিজয়ী এবং ৮নং আসনে মো. এখলাস হোসেন ৩৯ ভোটে বিজয়ী হয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments