লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের আদমজীতে এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার প্রথম দিন শনিবার শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার ৬টি বিদ্যালয়ের ১ হাজার ১৫৪জন শিক্ষার্থী এই কেন্দ্রে এবার পরীক্ষা দিচ্ছে।
এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৩৬৯ জন, মানবিকে ২৩৮জন ও ব্যবসায় শিক্ষায় ৫৭৮জন। তবে প্রথম দিনের পরীক্ষায় ৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিদ্যালয়গুলো হলো-রেবতী মোহন পাইলট স্কুল, বিদ্যুত উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, আনন্দলোক উচ্চ বিদ্যালয়, মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়, সফুরা খাতুন পাইলট বালিকা বিদ্যালয় ও ধনকুন্ডা পপুলার স্কুল। পরীক্ষা চলাকালীন বেলা ১২ টার দিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন ও যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী সিপলু। এসময় সাথে ছিলেন, সহকারী কেন্দ্র সচিব মজিবুর রহমান, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ কে এম শহীদুল ইসলাম সরকার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব নায়েব আলী মেম্বার, সদস্য সেলিম মজুমদার প্রমুখ।
এদিকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চারপাশে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং কোন প্রকার শব্দ দুষন যাতে না হয় সে জন্য দায়িত্ব পালন করছে শৃংখলা কমিটি। এবং শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকরা যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে পারে সে দিকেও নজরদারী করছে। এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির তত্বাবধানে গঠিত এই শৃংখলা কমিটি প্রতিবছর স্বেচ্ছায় এ দায়িত্ব পালন করে আসছে। এছাড়া শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে প্রবেশ করতে সহায়তা করছে বিদ্যালয়ের স্কউিট সদস্যরা।