স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রথমবারের মত ঘটা করে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৯০ তম জন্মদিন।
২০ মার্চ বিকাল ৩টায় পুরান বন্দর চৌধুরীবাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল মাঠে জন্মদিন উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন দলীয় চেয়ারম্যানকে সম্মানিত করতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা নাসিম ওসমান স্কুল মাঠে জন¯্রােত সৃষ্টি করে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির শক্তিশালী অবস্থানের জানান দেবেন। আর এ জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রের শীর্ষ স্থানীয় ও সিনিয়র নেতৃবৃন্দরাও এসে যোগ দিবেন।
গত বৃহস্পতিবার ১৪ মার্চ সন্ধ্যা ৭টায় বন্দর খেয়াঘাট সংলগ্ন সুরুজ্জামান টাওয়ারের রাত্রি কমিউনিট সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এ ব্যাপারে একটি প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সকলের দলে দলে জন্মদিন উদযাপন স্থল নাসিম ওসমান মডেল হাইস্কুলে যোগাদানের জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানানো হয়েছে।