স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি ও সমমানের গণিত পরীক্ষায় নারায়ণগঞ্জে অনুপস্থিত ছিলো ১ ‘শ ৪১ জন শিক্ষার্থী। এর মাঝে এসএসসিতে অনুপস্থিত ছিল ১‘শ ২৫, দাখিলে ৭ এবং ভোকেশনালে ৯ জন পরীক্ষার্থী।
শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ৩টি বোর্ডের অধিনে নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এবারের পরীক্ষায় নারায়ণগঞ্জে থেকে শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে ৩২৪৭৮ জন শিক্ষার্থী। এসএসসি থেকে ২৮ হাজার ৯৪১ জন, দাখিলে ২ হাজার ৪৭০ ও ভোকেশনালে ১ হাজার ৬৭ জন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষার ৬ষ্ঠ দিনে এসএসসি থেকে ২৮ হাজার ৯৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮১৬ জন অংশ নিয়েছে। দাখিলে দাখিলে ২ হাজার ৪৭০ জনের মধ্যে ২ হাজার ৪৬৩ জন ও ভোকেশনালে ১ হাজার ৬৭ জনের মধ্যে ১ হাজার ৫৮ জন।
এবছর জেলার ৫টি উপজেলায় ৪০টি কেন্দ্র এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্র গুলোর মধ্যেই ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ভোকেশনাল ১০টিতে এবং ৭টিতে হবে দাখিল পরীক্ষা।