স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে অনুপস্থিতির সংখ্যা ছিল ৯৯ জন।
রোববার (৩ ফেব্রয়ারি) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র এবং দাখিলে পরীক্ষার্থীদের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। কারিগরি পরীক্ষার্থীদের কোন পরীক্ষা অনুষ্টিত হয় নি।
এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ জানান, আজকের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ৯৯ জন। এর মধ্যে এসএসসির ৯০ জন এবং ৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এবার নারায়ণগঞ্জে ৪০ টি কেন্দ্রে ৩০ হাজার ৫‘শ ৩৬ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে। এদিকে, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা শুরুর দেড় ঘন্টা আগে অর্থাৎ সকাল ৮.৩০ হতে দুপুর ১টা পর্যন্ত বিশেষভাবে দায়িত্ব পালন করেছে ট্রাফিক পুলিশ। এছাড়াও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিদের্শে পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়।
উল্লেখ্য, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে নারায়ণগঞ্জে অনুপস্থিত ছিল ১১৯ পরীক্ষার্থী।