এসএসসি ও সমমানের পরীক্ষায় চতূর্থ দিনে অনুপস্থিত ১২৫

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: চতূর্থদিনের মতো নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১২৫ জন। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজী ১ম পত্র এবং দাখিল পরীক্ষার্থীদের আকাইদ ও ফিক্হ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা হানিফ বলেন, আজকের পরীক্ষায় মোট উপস্থিত ছিল ৩১ হাজার ৩‘শ ২১ পরীক্ষার্থী; যার মধ্য থেকে এসএসসিতে ২৭ হাজার ৫‘শ ৯৪ জন, দাখিলে ২ হাজার ৪‘শ ৫৫ জন এবং এসএসসিতে (ভোকেশনাল) ১ হাজার ১‘শ ৬৯ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।

এসএসসি পরীক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যা ১০ জন। দাখিলে অনুপস্থিত ছিল ৮ জন ও এসএসসিতে (ভোকেশনাল) অনুপস্থিত ছিল ১৪ জন।
নারায়ণগঞ্জের ৪০ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার সময় যানজটের সৃষ্টি না হয় তার জন্য সকাল সাড়ে ৮ টা হতেই জেলা ট্রাফিক পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করে।