এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ১১৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ২ ফেব্রুয়ারি, দেশব্যাপি শুরু হয়ে গেছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া নারায়ণগঞ্জে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্টিত হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জের ৪০ টি কেন্দ্রে এস.এস.সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী শিক্ষা অফিস কর্মকর্তা হানিফ লাইভ নারায়ণগঞ্জকে জানান, এবার নারায়ণগঞ্জে মোট পরীক্ষার্থী সংখ্যা ৩০ হাজার ৫‘শ ৩৬ জন। পরীক্ষার প্রথম দিনে উপস্থিত ছিল ৩০ হাজার ৪‘শ ১৭ জন। অনুপস্থিতির সংখ্যা ১১৯ জন। এস.এস.সি পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৮৪ জন, দাখিল পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ২৬ জন এবং কারিগরি পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ছিল ৯ জন।

এদিকে, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষা শুরুর দেড় ঘন্টা আগে অর্থাৎ সকাল ৮.৩০ হতে দুপুর ১টা পর্যন্ত বিশেষভাবে দায়িত্ব পালন করেছে ট্রাফক পুলিশ। এছাড়াও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের নিদের্শে পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments