স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: এসএসসি ও সমমানের ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় নারায়ণগঞ্জে অনুপস্থিত ছিলো ১ ‘শ ৮ জন শিক্ষার্থী। এর মাঝে এসএসসিতে অনুপস্থিত ছিল ৯০, দাখিলে ৭ এবং ভোকেশনালে ১১ জন পরীক্ষার্থী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ৩টি বোর্ডের অধিনে নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এর আগে ৬ষ্ঠ দিনে গনিত পরীক্ষায় অনুপস্থিত ছিলো ১৪১ জন।
এবারের পরীক্ষায় নারায়ণগঞ্জে থেকে শিক্ষার্থী অংশ গ্রহণ করেছে ৩০৪০২ জন শিক্ষার্থী। এসএসসি থেকে ২৬ হাজার ৭৬৬ জন, দাখিলে ২ হাজার ৪৬৩ ও ভোকেশনালে ১ হাজার ১৭৩ জন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পরীক্ষার সপ্তম দিনে এসএসসি ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষায় ২৬ হাজার ৮৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৭৬৬ জন অংশ নিয়েছে। দাখিলে ইংরেজি ২য় পত্র পরীক্ষায় ২ হাজার ৪৭০ জনের মধ্যে ২ হাজার ৪৬৩ জন ও ভোকেশনালে রসায়ন বিজ্ঞান ২য় পত্র পরীক্ষায় ১ হাজার ১৮৪ জনের মধ্যে ১ হাজার ১৭৩ জন অংশ নেয়।
এবছর জেলার ৫টি উপজেলায় ৪০টি কেন্দ্র এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কেন্দ্র গুলোর মধ্যেই ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি, ভোকেশনাল ১০টিতে এবং ৭টিতে হবে দাখিল পরীক্ষা।