ওবায়দুল কাদেরের রোগ মুক্তি কামনায় প্যানেল মেয়র মতির দোয়া

সিদ্ধিরগঞ্জ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থ হওয়ার খবরে তাঁর রোগ মুক্তি কামনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতির উদ্যোগে শহরের সিদ্ধিরগঞ্জে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নাসিকের সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া রেল লাইন এলাকাস্থ কাউন্সিরর কার্যালয়ে ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান মতি, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক সম্পাদক হোসেন আলম মেম্বার, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, থানা যুবলীগ নেতা হাজী আবুল কালাম আবু, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সভাপতি আশরাফ উদ্দিন, যুবলীগ নেতা হাজী মানিক মাষ্টার, শরীফ মাষ্টার, শামীম আহমেদ, আ: হামিদ, আব্দুল কাদির, আ: সোবহান, মোল্লা ওহাব ও জসিম উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের পরলোকগত সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩ মার্চ রোববার সকাল পৌনে ৮টার দিকে ওবায়দুল কাদের শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে যান। তখনই তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর হার্ট অ্যাটাক হয়। পরে এনজিওগ্রাম করে দেখা যায়, তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক। একটিতে স্টেন্টিং করে দেওয়া হয়েছে।
এদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন, আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments