বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ওয়াজ মাহফিলের অনুমতি না দেয়ায় বন্দরে উত্তপ্ত হতে শুরু করেছে আলেম ওলামারা। বন্দর ১নং খেয়াঘাটে বন্দর থানা উলামা পরিষদের আয়োজনে কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবারের ওয়াজ ও দোয়া মাহফিলের অনুমতি দেননি প্রশাসন।
মাওলানা তামীম বিল্লার আবেদনের প্রেক্ষিতে প্রশাসন উলামা পরিষদের ওয়াজ মাহফিলের অনুমতি বন্ধ রাখে। এর প্রতিবাদে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে বন্দর থানা উলামা পরিষদের বন্দর প্রেসক্লাবের সামনে ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে উলামা পরিষদের নেতৃবৃন্দ।
মুফতি কবির হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা জাকির হোসেন কাশেমী, মাওলানা আক্তারুজ্জামান সাদেকী, মাওলানা শাহজালাল, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আসাদুল্লাহ, মুফতি সিরাজুল ইসলাম, মো: নূর হোসেন, মাওলানা আ: মালেক, মুফতি রবিউল ইসলাম, মুফতি রিয়াজুল হক, মুফতি হাদিউজ্জামান প্রমুখ। বক্তরা বলেন, আমাদের অনুমতি না দিলে আমরা বিক্ষোভ করে অধিকার আদায়ের জন্য প্রয়োজনে বন্দরকে বন্ধ করে দেব। আমরা ইসলামের দাওয়াত নিয়ে ওয়াজ মাহফিল করতে চাচ্ছি। আমারা মাদক, সন্ত্রাস ও অনৈতিক কার্যকলাপের কুফল নিয়ে ওয়াজে আলোচনা করব। আমরা মনে করি যারা ওয়াজ মাহফিল বন্ধের পায়তারা বা ষড়যন্ত্র করছে তারা ইসলামের শত্রু। মাওলানা তামীম বিল্লাহ’র সমালোচনা করে বক্তরা আরো বলেন, যে কোন মূল্যে আমরা ওয়াজ করব। আমাদের যাতে বাধা দেয়া না হয়। আমরা শান্তি চাই ও শান্তির পথে আমাদের দাওয়াত অব্যাহত থাকবে। এদিকে অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির বন্দর থানা শাখার আমীর মাওলানা আক্তারুজ্জামান সাদেকী বন্দরে উলামা পরিষদের আয়োজনে ওয়াজ মাহফিল বন্ধের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।