লাইভ নারায়ণগঞ্জ: পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি (পলিটিক্যাল) মাহবুব হোসেন বলেছেন, কওমি মাদ্রাসায় জঙ্গি নেই। সমাজ থেকে এখন জঙ্গিবাদ অনেকটা কমে গেছে।
তিনি আরও বলেন, তবে একেবারে জঙ্গিবাদ নিঃশেষ হয়েছে তা ঠিক নয়। সবাইকে সচেতন থাকতে হবে। সমাজকে জঙ্গিবাদ ও মাদকমুক্ত রাখতে হবে। জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে প্রতিটি মাদ্রাসায় শিক্ষার্থী ও অভিভাবকদের বোঝাতে হবে।
শুক্রবার রাতে ফতুল্লার মুন্সিবাগ এলাকায় জামিয়া তা’লীমিয়া (মাদ্রাসা) ঢাকা আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মুহাম্মদ হাফীজুর রহমান ছিদ্দীকের (কুয়াকাটা) সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবু, ফতুল্লা মডেল থানার ওসি শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের (পিপিএম) প্রমুখ।