কদম রসুল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া

লাইভ নারায়ণগঞ্জ : বন্দরের সরকারি কদম রসুল কলেজে দোয়ার মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকালে কলেজ প্রাঙ্গনে দোয়া করা হয়।

কলেজের অধ্যক্ষ মোঃ মাহতাব উদ্দিনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী। বিশেষ অতিথি ছিলেন একাডেমী কাউন্সিল সেক্রেটারী নাহিদা বেগম। অনুষ্ঠানে সহকারী অদ্যাপক, প্রভাশক, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।

চলতি বছর এ কলেজ থেকে ১ হাজার ১শ’ ৫৯ শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে বলে জানা গেছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা বদরুল আলম। প্রধান অতিথি শিক্ষার্থীদের আগামী দিন গড়ার দিন নির্দেশনা মূলক বক্তব্য দেন।