করোনা আক্রান্ত না.গঞ্জ আ.লীগের সভাপতি আবদুল হাই

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এই নেতা বুধবার (২২ জুন) নিজেই অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৬ জুন থেকে জ্বর ছিল জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই’র। তিনি জানান, গত ২১ করোনার পরীক্ষা করানো হলে পজেটিভ আসে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে রয়েছেন।

এদিকে, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই’র সুস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে তানভীর হোসেন।

তিনি বলেন, সকলেই আমার আব্বুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বুকে সুস্থ্য করে দেন।