কলকারখানা অধিদপ্তর: যাচ্ছে ইকবাল, আসছে সৌমেন বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাপরিদর্শক ইকবাল আহমেদকে যশোরে বদলী করা হয়েছে। একই পদে নারায়ণগঞ্জ কার্যালয়ে আসছেন যশোর কার্যালয়ের সহকারি মহাপরিদর্শক সৌমেন বড়ুয়া।

মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সংক্রান্ত গত ৫ মার্চের এক প্রজ্ঞাপনে বলা হয়, পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রথম শ্রেণীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনস্বার্থে বদলি/পদায়ন করা হলো, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মাঠপর্যায়ে পরিদর্শনকাজের গতিশীলতা, সেবার মান বৃদ্ধি ও দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Inline Feedbacks
View all comments