লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পরিত্যক্ত অবস্থায় ৩টি বস্তায় রক্ষিত ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১১। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ এর পশ্চিম প্রান্তে পাকা রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধোর করে র্যাব।
ধারনা করা যায়, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে পালিয়ে যাওয়া কিছু মাদক ব্যবসায়ী চক্র তাদের হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য গাঁজা ফেলে রেখে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী চক্রটিকে সনাক্ত ও গ্রেফতার করার জন্য র্যাব এর অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।b